জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নছিম উদ্দিন দেওয়ানী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় চিলমারী উপজেলার সিনেমা হল মোড় এলাকার বজরাগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নছিম উদ্দিন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সমাজ পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরকে ধাওয়া দিলে চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় আশ্রয় নেয়। পরে ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত
এ বিষয়ে চিলমারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ