শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত উম্মে-কাশ ফিদা মিম (২৩) বগুড়া জেলার চক লোকমান গ্রামের আব্দুল ওহাব ডাবলুর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি রিকশায় চড়ে যাচ্ছিলেন মিম। রিকশাটি নাওজোড় ফ্লাইওভারের নিচে পৌঁছালে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান মিম।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্র্যাফিক) আশরাফুল ইসলাম বলেন, নাওজোড় এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর