জেলা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এএম
সুনামগঞ্জের সুরমা নদীতে পুলিশের বিশেষ অভিযানে ৩১টি ভারতীয় গরুসহ দু’জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকার সুরমা নদীতে এই অভিযান চলে।
আরও পড়ুন: সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর
সুনামগঞ্জ সদর থানার তথ্য মতে, দোয়ারা বাজারের উপজেলার সীমান্তবর্তী এলাকা বোগলা বাজার থেকে নদীপথে অবৈধভাবে গরু পাচার হচ্ছে, এ ধরনের সংবাদের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এ সময় সন্দেহজনক একটি স্টিল নৌকায় তল্লাশি চালিয়ে নৌকায় থাকা ৩১টি গরুর সঙ্গে কোনো ধরনের বৈধ কাগজপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় গরুগুলো জব্দ করা হয়। তখন দু’জনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
পুলিশের ধারণা, আটক গরুগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আটক গরু ও নৌকাটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ