images

সারাদেশ

শীতে কম্বল পেয়ে দুস্থদের মুখে হাসি

জেলা প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

গাইবান্ধার ছিন্নমূল পরিবারের কবিরন বেওয়া, ফয়েজ উদ্দিন ও ধলিমাই বেওয়াসহ আরও অনেকে সন্ধ্যা নামলেই শীতে কাঁপছিলেন। গরম কাপড়ের অভাবে এ অবস্থা তাদের। এরই মধ্যে কম্বল বিতরণ খবরে ছুটে আসেন তারা। এসময় সেই স্বপ্নের বস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত এই মানুষদের।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনটির গাইবান্ধা সেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের আহ্বায়ক শামসুজ্জোহা মিঞা, দায়িত্বশীল ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু খালিদ বিপ্লব এবং শেলী রওশন আরাসহ অনেকে।  

আরও পড়ুন

রাজবাড়ীতে জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বেচাকেনা

সুবিধাভোগী কবিরন বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, ‘আতোত মোক জার নাগে বাবা। বাড়ির পাতলা খেতা দিয়্যা জার মরে না। ট্যাকার অভাবে একনা কম্বলও কিনব্যার পাম না। জারোত মুই কাবু থাকম। আজ ফাউন্ডেশনের মানুষগুলার কম্বল পায়্যা মোক খুব ভালো নাগছে বাহে।’

কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের আহ্বায়ক শামসুজ্জোহা মিঞা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব আমরা ইনশাল্লাহ।

প্রতিনিধি/এসএস