images

সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোমুনি মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোমুনি মোল্লা সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

রংপুরে রাস্তার পাশে পড়েছিল মিশুক চালকের লাশ

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমুনি মোল্লা ভ্যানে যাত্রী নিয়ে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথেই পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় পৌঁছালে বটতলী থেকে পাকার মাথাগামী একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস