সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে রাস্তার পাশে পড়েছিল মিশুক চালকের লাশ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে রাস্তার পাশ পড়ে ছিল মিশুক চালকের লাশ
নিহত মিশুক চালক নুরুল ইসলাম।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ি বিল এলাকায় রাস্তার পাশ থেকে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর পীরগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে এবং পেশায় মিশুক চালক ছিলেন। তার লাশ রাস্তার পাশে ধানের জমিতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশ শনাক্ত করে এবং স্বজনদের অবহিত করে।

আরও পড়ুন

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা বলেন, একজন মিশুক চালকের লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই সাথে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর