জেলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ এএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার আসামি হাবিব মিয়াকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানের ১ নম্বর রোডের ভাই-ভাই টি স্টোরের সামন থেকে ছাত্রীকে উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার হাবিব মিয়া সাদুল্লাপুরের হায়দার আলীর ছেলে।
র্যাব-১৩, গাইবান্ধার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যায়ন করছেন। কলেজের যাতায়াতের রাস্তায় একা পেয়ে আসামি হাবিব মিয়া তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করতেন। কিন্তু ছাত্রীটি রাজি না হলে হাবিব মিয়া ক্ষুদ্ধ হন। এক পর্যায়ে কয়েকজন সহযোগী মিলে গত ১১ অক্টোবর ওই ছাত্রীকে অপহরণ করেন হাবিব। এ ঘটনায় মামলা হলে তখন থেকে আসামিরা আত্নগোপনে থাকেন। শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-২ মোহাম্মদপুরের যৌথ দল অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকার ভাই-ভাই টি স্টোরের সামনে থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃতা ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।