ঢাকার খিলক্ষেত থানা–পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে। এ ঘটনায় অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণকারীদের ব্যবহৃত গাড়ি এবং ভুক্তভোগীর নিজস্ব গাড়িটিও।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) খিলক্ষেত থানা–পুলিশের একটি দল তাঁদের গ্রেফতার করে।
খিলক্ষেত থানা সূত্রে জানায়, সোমবার বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়/সাতজন অজ্ঞাতনামা ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভিকটিমের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।
ঘটনার পরপরই ভুক্তভোগী স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ মঙ্গলবার রাতে খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই সময় অপহরণ চক্রের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ভুক্তভোগীর গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইকে/এআর

