images

সারাদেশ

হাদির ওপর হামলার প্রতিবাদে নিজ জন্মভূমি নলছিটিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জন্মভূমি ঝালকাঠি জেলার নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নলছিটি বাসস্ট্যান্ডে শহীদ সেলিম তালুকদার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন

হাদিকে যারা গুলি করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে: সাদিক কায়েম

এসময় বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি শরিফ ওসমান হাদির ওপর হামলা সন্ত্রাসীদের সুপরিকল্পিত ঘটনা। তাকে শেষ করে দিতেই তারা টার্গেট করে গুলি করেছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা জালাল হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হানযালা নোমানী, ইসলামি আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস ও শিক্ষক আ. রহিম বক্তব্য দেন।

প্রতিনিধি/এসএস