জেলা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর ঝাউতলাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ হৃদয় তরুয়া চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ, দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন, যুগ্ম আহ্বায়ক তানজিল ইসলাম, আবু তালিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য রবিউল ইসলামসহ দলের নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা এ ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল এমন ন্যক্কারজনক হামলার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করতে চায়, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিনিধি/এসএস