images

সারাদেশ

হবিগঞ্জে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ এএম

হবিগঞ্জে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 

গ্রেফতার সুজন শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত জব্বার আলির ছেলে।

আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে থানার ওসির দিকনির্দেশনায় এসআই মো. কাউছার আহমেদ, এএসআই তাজুল ইসলাম, এএসআই ইকবাল হোসেন, এএসআই ইব্রাহিম ভূঁইয়াসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন মিয়া গ্রেফতার হন।  

প্রতিনিধি/ এমইউ