images

সারাদেশ

রাতের আঁধারে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

রাজবাড়ীতে রাতের আঁধারে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুরহাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদ এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান বলেন, মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট খোলে। পরে তারা দানবাক্সের তালা কেটে টাকা চুরি করে নিয়ে যায়। মসজিদের দানবাক্সটি সাধারণত ১০ থেকে ১৫ দিন পর পর খোলা হয়। এতে ৫ থেকে ৭০০ টাকা করে পাওয়া যায়। সবশেষ ১০ দিন আগে তালা খুলে ৫০০ টাকার মতো পাওয়া গিয়েছিল। এই ১০ দিনের মধ্যে আর তালা খোলা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, চোরেরা হয়ত দানবাক্স থেকে ৫০০ থেকে ৭০০ টাকার মতো চুরি করেছে। মসজিদের এই দানবাক্সে এর আগেও তিন থেকে চারবার চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী সদর থানার এসআই খালিদ মাহমুদ বলেন, মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস