বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি বুধল বাজারের শিল্পী ফার্মেসির মালিক মনিন্দ্র দেবনাথ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাঠমিস্ত্রি নিহত

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পী ফার্মেসির দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পী ফার্মেসিতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তিনি নিজে সিরিয়াল সহকারে রোগী দেখছিলেন। তিনি অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লিখছিলেন।

তিনি জানান, সে এসএসসি পাশ, তার পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোনো সনদপত্রই ছিল না। তার ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ন স্যাম্পল পাওয়া যায়। এসময় মনিন্দ্র স্বীকার করেন যে, তার কোনো সনদ নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মনিন্দ্র দেবনাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর