images

সারাদেশ

মুন্সিগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার যোগনীঘাট (দক্ষিণ ইসলামপুর) এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদের বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

thumbnail_Munshiganj_rvideo(7)

এদিন ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই জান্নাত রোশনী শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এতে রোজিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: ইঞ্জিনিয়ার শ্যামল 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি।

thumbnail_Munshiganj_rvideo(4)

অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

প্রতিনিধি/এসএস