মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: ইঞ্জিনিয়ার শ্যামল 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: ইঞ্জি. শ্যামল 

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় পৌর মুক্ত মঞ্চ ময়দানে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।


বিজ্ঞাপন


দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ। 

শ্যামল বলেন, ‘খালেদা জিয়া আমাদের দলের নেত্রী নয়, এ দেশের গণতন্ত্রের প্রতীক। সারা বাংলাদেশের গ্রামে-গঞ্জের মসজিদ-মাদরাসায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ওনার জন্য প্রার্থনা হচ্ছে। এতে বুঝা যায় ওনি সারাদেশের গণ মানুষের মা।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দলে শূন্যতা সৃষ্টি হয়। তখন খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। কিন্তু তারপরও দলের ও দেশের স্বার্থে দায়িত্ব নেন। প্রথম অনেকে ভেবেছিলো কীভাবে করবেন ৮০’র দশকে ওনার আপোশহীন নেতৃত্বে গণমানুষের দল হিসেবে পরিচিত পায় বিএনপি। তখন বিএনপি করা ছিলো গর্বের বিষয়।

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ২০১৭তে লন্ডনে যান চিকিৎসার জন্য। তিনি জানতেন ফিরে এলে সাজা হবে। এরপরও দেশ ও দলের কথা চিন্তা করে দেশে আসেন।’ ফ্যাসিস্ট সরকার দেশনেত্রীকে পয়জন দিয়ে অসুস্থ করে তুলে বলে তিনি অভিযোগ করেন।


বিজ্ঞাপন


দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর