জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
মুক্তিযোদ্ধা-শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
এর আগে রোববার দিবাগত রাতে যোগেশ চন্দ্রের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহার উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করা হয়।
নিহত যোগেশ চন্দ্র রায়ের বাড়ি রংপুরে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমপুর গ্রামে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে।
তারাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করা লজ্জাজনক। আমরা মুক্তিযোদ্ধারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, না হলে কঠোর আন্দোলন হবে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, আজ সকালে সরেজমিনে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে ঘুরে এসেছি। মরদেহ আসার পর গার্ড অব অনার দেওয়া হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় তার বড় ছেলে অজ্ঞাতনামা আসামি করে রোববার রাতেই একটি হত্যা মামলা করেছে। মামলার বিভিন্ন দিক নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না।
প্রতিনিধি/এসএস