images

সারাদেশ

মাগুরার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে পূর্ব শত্রুতা ও চলমান সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে প্রায় ২৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই গ্রুপের দুইজনকে আটক করেছে।

আহতরা জানান, স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছে। গত কয়েকদিন ধরে আলমখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে আসছিল। গতকাল একপক্ষ বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের তাড়িয়ে দেয়। এরই জেরে আজ সকালে রামনগর গ্রামে পূর্ণাঙ্গ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

আরও পড়ুন

হবিগঞ্জে জলমহালকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে এক পক্ষের ফরিদ মোল্লা, আসাদুল, রুহুল আমিন, আব্দুল মণ্ডল, সাহেব আলী, ওয়াকিল উদ্দিন, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজেদুল এবং সালমান উল্লেখযোগ্য।

অন্য পক্ষের আহতদের মধ্যে রয়েছেন মুক্তার মণ্ডল, সাহেব আলী, উজ্জ্বল মণ্ডল, আবু তালেব মণ্ডল, তুরফান মণ্ডল, আওয়াল মণ্ডল, রুহুল মণ্ডল, বাচ্চু মণ্ডল, নান্নু মণ্ডল, আজিজুল মণ্ডল, আরিফুল ইসলাম ও ইদ্রিস আলী।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশ মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের দুইজনকে আটক হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ সহিংস রূপ নেওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তৎপরতা চলছে।

প্রতিনিধি/এসএস