হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জলমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাউনশিপ এলাকার সড়কে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ধলেশ্বরী নদীর তীরে ‘খাঞ্জা বিল’ জলমহালকে কেন্দ্র করে ১ নম্বর লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম ও স্থানীয় হারিছ মিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে বিলটির লিজ রূপম পাওয়ায় হারিছপক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নেয়, এরপর পরিস্থিতি আরও চরমে ওঠে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাইয়ের টাউনশিপ এলাকায় দুই পক্ষ সড়ক দখলে নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনলেও এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র বিশ্বাস বলেন, খাঞ্জা বিল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে; দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

