images

সারাদেশ

মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

জেলা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনি এলাকা সদর উপজেলার মোস্তফাপুর থেকে শুরু এই শোডাউন। মোটরসাইকেল শোভযাত্রাটি মাদারীপুর-শরিয়তপুর মহাসড়ক প্রদক্ষিণসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় গিয়ে শেষ হয়।

poli

পুরো মোটরসাইকেল যাত্রাজুড়ে নেতাকর্মীরা হাতপাখা প্রতিকের পক্ষে নানান স্লোগান দেন এবং হাতে হাতে হাতপাখার প্রতিকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

thumbnail_Madaripur_07-12-25_(Islami_Andolon_Azizul_Hoq)_Pic_(2)

কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় অনুষ্ঠিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এই প্রার্থী বলেন, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায় শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। চাঁদাবাজমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং কৃষিবান্ধব এলাকার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যেখানে সার নিয়ে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কৃষকরা যাতে সরাসরি এবং ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের মুখে হাসি ফোটানো হবে।

প্রতিনিধি/এসএস