সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

বরিশালে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশালে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিজটির ঠিকাদারের কাছে ‘স্থানীয়রা চাঁদা দাবি’ করেছে বলে সাংবাদিকদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। ‎
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খা নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। এমন বক্তব্যের জন্য দ্রুত ক্ষমা না চাইলে বাবুগঞ্জ ও মুলাদীতে ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপি নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ‎নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান ছিলেন, তারা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভিত্তিপ্রস্তরের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের বক্তব্য দিচ্ছিলেন। এসময় নৌপরিবহণ উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে ফুয়াদ বলেন, ‘সেতুর ঠিকাদারদের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে’। তার এমন মন্তব্যে স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ফুয়াদকে ধাওয়া দেন। এ সময় বিএনপি ও এবি পার্টির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তখন ফুয়াদ তার নেতাকর্মীদের নিয়ে দ্রুত চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া ভয়াবহ উত্তেজনাকর বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে পিছু নেয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যারিস্টার ফুয়াদের বিচারের দাবিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আলামিন জানান, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। সেতুর ঠিকাদারি কাজে চীনা কোম্পানির কাছে ‘স্থানীয় একটি মহল চাঁদা দাবি’ করেছে। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। চাঁদাবাজদের নাম বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

স্থলে থাকা এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য সচিব জিএম রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের শুরু থেকেই নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল। তারা অনেকটা গায়ে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী সেখানে ছিল। কিন্তু আমরা একটি সুন্দর অনুষ্ঠানের স্বার্থে কোনো ঝামেলা করিনি। আমরা শুধুমাত্র তাদের প্রতিরোধ করেছি।


বিজ্ঞাপন


বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুয়াদ ও স্থানীয়দের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর