উপজেলা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোহার উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আশীর্বাদ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পাড়া গোলাবাড়ি হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা করেন আশা চক্রবর্তী।
অ্যাডভোকেট রনজিৎ সাহার সভাপতিত্বে ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা পূজা উদ্যাপন কমিটির সহ সভাপতি খেলারাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ্র পাল, দোহার উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন রাজবংশী, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ঘোষ, উপজেলা হিন্দু মহজোটের সভাপতি মেহের কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দ্রক মোদন প্রমুখ।
প্রতিনিধি/এসএস