শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়া পালাননি তাই দেশ গণতন্ত্রের মহাসড়কে: অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়া পালাননি তাই দেশ গণতন্ত্রের মহাসড়কে: অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল। ছবি: ঢাকা মেইল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি দেশে ছিলেন বলেই আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারের নাম জিয়া পরিবার। বিগত ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্মম নির্যাতন করা হয়েছিল। সে সময় বেগম জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশের লক্ষ কোটি সন্তানের কথা ভেবে তা প্রত্যাখ্যান করেছিলেন।’

আরও পড়ুন—

দোয়া মাহফিলে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর