images

সারাদেশ

মাদারীপুর-১ আসনে কামাল জামান নুরুউদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় মশাল মিছিল

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

মাদারীপুর-১ আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ সড়কে এসে শেষ হয়।

thumbnail_1000248098

এসময় বক্তারা স্থগিত হওয়া কামাল জামান নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন ফেরত দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

আরও পড়ুন

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৪ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এতেই ফুঁসে ওঠে নুরুদ্দিনের নেতাকর্মীরা। প্রতিবাদে ৫ নভেম্বর দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করেন তারা। এরপর ৪ ডিসেম্বর এই আসনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তার মিঠু চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেয় দলটির কেন্দ্রীয় কমিটি। পরে শুক্রবার সন্ধ্যায় স্থগিত হওয়া মনোনয়ন ফেরত পাওয়ার দাবিতে অনুষ্ঠিত হয় মশাল মিছিল।

thumbnail_1000248092

এসময় শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস