শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ

পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পিরোজপুরের রাজনৈতিক অঙ্গন। তার ওই বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পুরাতন ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব রোডের বিলাশ চত্বরে এক পথসভায় মিলিত হয়। পরে টাউনক্লাব মাঠে বায়জীদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000159373

পথসভায় জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আজকে বিক্ষোভ করার কথা ছিল না। কিন্তু পিরোজপুরের সাবেক অবৈধ চেয়ারম্যান বায়জীদ নামের কুলাঙ্গার গতকাল ফেসবুকে যে মিথ্যাচার ও কটূক্তি করেছে, তা আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে। সে লিখেছে যে ৩ ডিসেম্বর আমাদের মা বেগম খালেদা জিয়া মারা গেছেন এটি সম্পূর্ণ মিথ্যা, ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমরা এর কঠোর শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

গজারিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর, আহত ১০ 

তিনি আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে পিরোজপুর জেলা ছাত্রদল বায়জীদকে খুঁজে বের করে এর উপযুক্ত জবাব দেবে।


বিজ্ঞাপন


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সহ-সভাপতি ফেরদৌস সরদার, দফতর সম্পাদক খালিদ হাসানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

thumbnail_1000159375

উল্লেখ্য, বায়জীদ হোসেন তার ফেসবুকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘ক্লিনিক্যালি ডেড’ উল্লেখ করে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর