images

সারাদেশ

শরীয়তপুর-৩: আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান খোকন মাদবরের বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগের সময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তার সঙ্গে অর্ধশতাধিক নেতা-কর্মীও যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়িতে খোকন মাদবর মিয়া নুরুদ্দিন অপুকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

thumbnail_1000288843

এসময় খোকন মাদবর বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে ছিলাম, তবে সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমাকে সম্মানের মালা পরিয়েছেন, এই সম্মান জীবন দিয়ে হলেও রাখব। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, আজ এটিকে ধানের শীষের ঘাঁটিতে রূপান্তরিত করব।

মিয়া নুরুদ্দিন অপু খোকন মাদবর ও তার সঙ্গে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সব দল-মত নির্বিশেষে আমরা একটি পরিবার। হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ শরীয়তপুর গড়ার লক্ষ্যে কাজ করব।

আরও পড়ুন

খালেদা জিয়া পালাননি তাই দেশ গণতন্ত্রের মহাসড়কে: অ্যাটর্নি জেনারেল

এর আগে তিনি শিধলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন, ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চেয়ে সমর্থনের আহ্বান জানান। পাশাপাশি শিশু-কিশোরদের সঙ্গে সেলফি তোলেন, খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

thumbnail_1000288841

গণসংযোগের অংশ হিসেবে তিনি নিহত বিএনপি নেতাকর্মী ও গুণীজনের কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নেন। জুমার নামাজের পর তিনি ডামুড্যার মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিদর্শন করেন।

ডামুড্যা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনি সভায় তিনি রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেন। অপু বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনি প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক স্বার্থে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তোলা হবে।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, ডামুড্যা উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।

প্রতিনিধি/এসএস