images

সারাদেশ

হারভেস্টার মেশিনে বর্গা চাষিদের ধান কেটে দিল কৃষক দল

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

আধুনিক কৃষিযন্ত্র হারভেস্টার মেশিন ব্যবহার করে বর্গা চাষিদের ধান কেটে ঘরে তুলে দিল ফেনী জেলা কৃষক দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে ১০ জন বর্গা চাষির ১ একর জমির ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

thumbnail_24847

ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

৭ বছর ধরে পানিতে এক হাজার বিঘা ফসলি জমি, বন্ধ চাষাবাদ

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, নবান্নের শুরু থেকেই কৃষকদের সহায়তায় মাঠে রয়েছে জাতীয়তাবাদী কৃষক দল। শ্রমিক সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে অনেক বর্গা চাষি ধান কাটতে হিমশিম খান। তাদের সুবিধার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।

thumbnail_24858

জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, বর্গা চাষিরা বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসেন। ধান উৎপাদন ও মাড়াইয়ের খরচ বহন করা তাদের জন্য কষ্টসাধ্য। সেই বিবেচনায় তারেক রহমানের নির্দেশে সারাদেশে দরিদ্র কৃষকদের সহযোগিতায় কৃষক দল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ধান কাটা, মাড়াই ও পরিষ্কারের কাজ একসঙ্গে সম্পন্ন হওয়ায় উৎপাদন ব্যয় অনেক কমে আসবে, ফলে কৃষকরা লাভবান হবেন।

তিনি আরো বলেন, উৎপাদন খরচ কমে গেলে কৃষকেরা মাঠে কাজ করতে আরও আগ্রহী হবেন, যা দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করবে এবং খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে।

প্রতিনিধি/এসএস