জেলা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হারুন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানা গেছে, হারুন-অর-রশীদ হারুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের মরহুম মতিয়ার রহমানের ছেলে। হারুন ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত। ছাত্র রাজনীতির মাধ্যমেই তার রাজনীতিতে উত্থান শুরু হয়। তিনি ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। এরপর তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন অন্যতম সদস্য।
শিক্ষাগত জীবনে হারুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছেন। এ ছাড়া ঢাকার বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এল.এল.বি শেষ করেছেন। পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী।
মো. হারুন অর রশীদ হারুন বলেন, গত ১৭ বছর আমি দলের পেছনে অনেক শ্রম দিয়েছি। দলের দুঃসময়ে দলের ও কর্মীদের পাশে ছিলাম। দুঃসময়ে জেলা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলাম। ফ্যাসিস্ট পতনের জন্য প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলাম। দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি। এজন্য দল আমাকে মূল্যায়ন করেছে বলে আমি মনে করি।
প্রতিনিধি/এসএস