ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাটোর-৩ আসনে
বিজ্ঞাপন
আনোয়ারুল ইসলাম আনুর নাম ঘোষণা করেন।
এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৪ আব্দুল আজিজের নাম ঘোষণা করেন। নাটোর-৩ সিংড়া আসনে মনোনয়ন স্থগিত করা হয়।
প্রতিনিধি/এসএস

