images

সারাদেশ

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের শুরুতে গাংনী পৌরসভার গাংনী-ধানখোলা সড়কের বাম পাশে অবস্থিত দোয়েল ইটভাটার অবৈধ চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উপজেলার ভাটপাড়া গ্রামের স্কুলসংলগ্ন রিপন ইটভাটার ক্লিন ওয়াল ভেঙে ধ্বংস করা হয়। অনুমোদনবিহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে ইটভাটা স্থাপনের দায়ে ভাটাটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অতঃপর মহিষাখোলা গ্রামে টুস্টার ইটভাটায় ক্লিনওয়াল ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কৃষিজমি ও আবাসিক এলাকার নিকটবর্তী স্থানে ইটভাটা স্থাপন, অনুমোদন ছাড়া লিগ্যাসি প্রযুক্তি বা ফিক্সড চিমনি ব্যবহারসহ ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯ সংশোধনী আইনের বিভিন্ন ধারার লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, পরিবেশ ও মানবস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে