জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
পটুয়াখালীর বাউফলে ঢাকা থেকে বাউফল রুটের অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাসটিতে মোট ৫টি শাপলা পাতা মাছ পাওয়া যায়, যার ওজন ৪৯৮ কেজি অর্থাৎ প্রায় সাড়ে ১২ মণ।
আরও পড়ুন
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, হত্যা, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও চোরাচালানকারীরা গোপনে মাছগুলো এনে ঢোকার চেষ্টা করছিল।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ পরিবহন করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস