মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলীকদমে ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

আলীকদমে ইয়াবাসহ আটক ১

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুইল্ল্যা মিয়া পাড়ায় রুহুল আমিনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যৌথবাহিনীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তি আলিকদম সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই এলাকায় প্রায় ১০ হাজার ইয়াবা মজুত রাখা হয়েছে— এমন খবরের ভিত্তিতে আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযান চালান। অভিযানে রুহুল আমিনের ঘর তল্লাশি করে ৩ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এদিকে, অভিযানের খবর পেয়ে আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন পালিয়ে যান বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন মিশু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর