উপজেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
ঢাকার অদূরে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাটে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে দোলন হোসেনের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আরও পড়ুন: ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন
স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে পুড়ে যাওয়া নারীর মরদেহ উদ্ধার করে। অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের ফ্রিজসহ বেশ কিছু আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, আগুন লাগার সময় ফ্ল্যাটটির দরজায় বাইরে থেকে তালা ছিল। ধোঁয়া বের হতে দেখে তারা তালা ভাঙার চেষ্টা করেন, তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন: দুপুরে গ্রেফতার হয়ে বিকেলেই জামিন পেলেন আ. লীগ নেত্রী
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, দুই বোন সেখানে ভাড়া থাকতেন। তাদের একজন দগ্ধ হয়ে মারা গেছেন। অন্যজন বাইরে ছিলেন বলে জানতে পেরেছি। স্থানীয়রা আগুন লাগার পর তালা ভেঙে উদ্ধারের চেষ্টা করেছিলেন। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ