images

সারাদেশ

গাইবান্ধায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম

গাইবান্ধা জেলার পৃথক স্থানে দুই কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ডিএনসির দল। এ ঘটনায় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।   

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাদুল্লাপুর ও পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে এসব অভিযান পরিচালনা করা হয়।   

আরও পড়ুন: বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- আলমগীর হোসেন (৩৫), সেরাজুল ইসলাম (৩০) ও নুরী বেগম (৬০)। তাৎক্ষণিক তাদের ঠিকানা জানা যায়নি।

ডিএনসির অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুরের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইদিলপুরের একবারপুর নামক স্থানে মিতালী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ আলমগীর হোসেন ও সেরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

অপরদিকে পলাশবাড়ীর মহেষপুর এলাকায় অপরূপা পরিবহনের বাস তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিলসহ নুরী বেগমকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ