মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার
বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার

বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের নাগেরবাজার এলাকায় ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। ওই ভাতের হোটেলটি তিনিই পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে যে হোটেলের পাশাপাশি তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। 

ফরিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর