images

সারাদেশ

নেত্রকোনায় ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এতে নেত্রকোনার পাঁচটি আসনে বিএনপির পাঁচ নেতার নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মনোনয়ন প্রাপ্তরা হলেন, নেত্রকোনা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক।

নেত্রকোনা-৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা- ৫ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।

প্রতিনিধি/এসএস