images

সারাদেশ

শরীয়তপুরের ৩ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন

গাজীপুরের চার আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ (নড়িয়া ও ভেদরগঞ্জ এর নয়টি ইউনিয়ন) মো. শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ এর ৪ ইউনিয়ন ও ভেদরগঞ্জ পৌরসভা) মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

প্রতিনিধি/এসএস