বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হই। সে সময়ে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র হল ছিল, আলাওল হল। একতলা, টিনের ছাউনি দেওয়া। ওইখানে একদিন সন্ধ্যা হয়েছে। একটা লাইট জ্বলে, কিছু কিছু দেখা যায়। ভেতরের বাথরুমের মধ্যে একটা ছেলে গিয়ে বেসিন খুলেছে, এমনি ফুস করে একটা শব্দ হয়েছে। বিরাট একটা গোখরো, ফণা তুলে এসে দাঁড়িয়েছে। মানে, এই ক্যাম্পাসটা সাপেরই আবাসস্থল ছিল বলা যায়।"
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই স্মৃতিচারণ করেন চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা
সাপের কামড়ের আরেকটি গল্প বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, "ওই হলের সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন আশরাদ ভাই, আমাদের দুই বছরের সিনিয়র। ওনাকে সাপে কেটেছিল সন্ধ্যার সময়। আমরা সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় থেকে একটা গাড়ি জোগাড় করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেছি। রাত ৪টার সময় বিষমুক্ত হয়ে ফিরে এসেছিলেন। বোঝেন, মানুষটা মারা যেতে পারত।"
“গতকালকে আবার মজা হয়েছে। রাত একটা-দেড়টার সময় নস্টালজিয়া থেকে বের হয়েছিলাম ক্যাম্পাসে। সেই যে দেখেছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা, এখন কেমন আছে। আমি আর হিরা ভাই (চাকসুর সাবেক ভিপি) বেরিয়েছি। দেখি রাস্তার পাশ দিয়ে শূকর দৌড়াদৌড়ি করছে। মানে একটা অদ্ভুত দৃশ্য।” নস্টালজিক হয়ে যান মাহমুদুর রহমান মান্না।
আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল
তিনি বলেন, “আমি প্যারিসে গেছি। খুবই চমৎকার দৃশ্য। কালকে রাতের ওই অন্ধকারের মধ্যে চবি ক্যাম্পাসে সেই বনের মতো সৌন্দর্য দেখলাম, আমি আরেকবার মুগ্ধ হয়ে গেলাম। আমার মনে হলো - এই আমার বিশ্ববিদ্যালয়, যেখানে আমি পড়ালেখা করেছি।”
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছরের বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পাশাপাশি ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান স্ব স্ব হলের প্রভোস্ট ও হোস্টেল ওয়ার্ডেন।
প্রতিনিধি/ এমইউ