রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল

জেলা প্রতিনিধি, চবি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে, তবে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া আচরণবিধির ২-এর ’ঘ’-তে এ বিষয়টি উল্লেখ করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময় ৫ দিন বাড়লো

খসড়া আচরণবিধিতে বলা হয়, ‘চাকসু নির্বাচনে কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।’

ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, “এটি একটি ভালো উদ্যোগ। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই।”

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা


বিজ্ঞাপন


ইসলামী ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাসেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “ডোপ টেস্ট প্রক্রিয়াটি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে। আমরা চাই, প্রত্যেক প্রার্থী নিজের যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে প্রতিযোগিতা করবে।”

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর