জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম
সিরাজগঞ্জের সলঙ্গায় মীম খাতুন (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধানখেতের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পরিবার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানাধীন জগজীবনপুর পশ্চিমপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১
নিহত মীম খাতুন থানার জগজীবনপুর পশ্চিমপাড়া গ্রামের জাকারিয়া আলমের মেয়ে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত
তিনি জানান, বেলা আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই হত্যা নাকি আত্মহত্যা তার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
প্রতিনিধি/ এমইউ