জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
কক্সবাজারের টেকনাফের নাফনদে ভাসমান অবস্থায় একজন টমটম (অটোরিকশা) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে শাহপরীর দ্বীপ সাগরে লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
মৃত ব্যক্তি হলেন, মোহাম্মদ জুবায়ের (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত জুবায়ের একজন টমটম চালক। সে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে সঙ্গীয় আরও ৯ জনসহ ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান। ১ অক্টোবর তার সঙ্গীয় ৯ জন জেলে ফিরে আসলেও জুবায়ের আসেনি। পরে জুবায়েরের বড় ভাই ফেরত আসা জেলেদের দেখা পেলে তার ভাইয়ের খোঁজ নেন, কিন্তু তারা জানেন না বলে কথাটি উড়িয়ে দেন। পরবর্তীতে জেলেদের সবার মোবাইল বন্ধ করে দেওয়া হয়।
অবশেষে ঘটনার পাঁচদিন পর শাহপরীর দ্বীপ সাগরে জুবায়েরের লাশ ভেসে এলে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়৷ সেখানে তার পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন।
ওসি জায়েদ নূর জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস