বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় চল্লিশ ফুট গভীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত
নিহত পর্যটকের নাম মো. সোহান (২৭)। তিনি ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন সোহান। পরে রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা উদ্ধার তৎপরতা চালায়।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়, যোগ দিয়েছেন স্থানীয়রাও
বিজ্ঞাপন
লামা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল্লাহ বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। টানা দু’দিন চেষ্টার পর অবশেষে আজ নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “নিখোঁজের এক দিন পর ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
প্রতিনিধি/ এমইউ

