images

সারাদেশ

বগুড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

বগুড়ার নন্দীগ্রামে রিপন (৫০) নামের এক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সকাল ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদরাসা এলাকায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর থানার গাড়িদহ তালপট্টি আমিন বাজার এলাকার বদিউজ্জামানের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঘুষ লেনদেনের বিরোধিতা করায় যুবদল নেতা শামীমকে হত্যা, দাবি পরিবারের

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে রিপন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধারের খবর দেখে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ শনাক্ত করে।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, রিপন নামের এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

প্রতিনিধি/এসএস