রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘুষ লেনদেনের বিরোধিতা করায় যুবদল নেতা শামীমকে হত্যা, দাবি পরিবারের

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

ঘুষ লেনদেনের বিরোধিতা করায় যুবদল নেতা শামীমকে হত্যা, দাবি পরিবারের
রফিকুল ইসলাম শামীম

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের দুই মাস ২৭ দিন পর যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। 

হাড়গোড়ে জড়ানো থাকা জামা-কাপড় দেখে এটিকে শনাক্ত করেছে তার পরিবারের লোকজন। এরপর সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় নিজ গ্রামে শামীমের জানাজা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

স্ত্রী ও ভাইসহ পরিবারের লোকজনের দাবি - স্থানীয় একটি মাদরাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধিতা করায় প্রভাবশালী একটি চক্র শামীমকে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এর আগে গত শনিবার উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী বিরান্ধরী বিল থেকে শামীমের হাড়গোড় উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: মাগুরায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার


বিজ্ঞাপন


গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে যুবদল নেতা শামীম নিখোঁজ হন। তিনি ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।

নিহত শামীমের বাবা মো. আক্কাস আলী বলেন, হাড়গোড় দেখে চেনার উপায় না থাকলেও জামা-কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এটা শামীমের লাশ। তাই যথাযথ নিয়মে জানাজা পড়ে দাফন করা হয়েছে। এছাড়া হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাড়গোড় উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ডিএনএ রিপোর্টের জন্য আলামত পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি কার লাশ। যদিও পরিবারের লোকজন এটি শামীমের লাশ বলে দাবি করছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর