জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
মাদারীপুরের শিবচরে পুকুরে আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন শিকদার কান্দি গ্রামের এই ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, শিশু আয়েশার পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাইরে খেলছিল শিশুটি। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আয়শাকে ভাসতে দেখে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস