রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

নিহতের নাম মো. বিজয়। সে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং শহরের কামারগাড়ি এলাকার রেজাউলের ছেলে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১


বিজ্ঞাপন


তিনি জানান, বিজয় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর