images

সারাদেশ

ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

ময়মনসিংহের ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে মারা গেছেন মামুন (৩০) নামে এক শ্রমিক। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে অবস্থিত এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় ওই শ্রমিক মৃত্যুর ঘটনাটি ঘটে। 

নিহত মামুন গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে অবস্থিত এক্সিলেন্ট সিরামিক নামক কারখানায় গাড়ি থেকে মেশিন নামানো হচ্ছিল।

ওই সময় গাড়ি থেকে পড়ে যাওয়া মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মামুন। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ