images

সারাদেশ

গাইবান্ধায় পুকুরে ডুবে বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

গাইবান্ধার ফরিদপুর ইউনিয়নে পুকুরে ডুবে রমিচা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমিচা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বলেন, রচিম বেগম বয়সের ভারে কিছুটা দৃষ্টিহীন হয়ে পড়েন। এরই মধ্যে শনিবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে রোস্তম আলীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখা গেছে। পরে পরিবারের লোকজন রমিচার মরদেহ উদ্ধার করেন। এই বৃদ্ধা পথ চলতে গিয়ে দৃষ্টিহীনতার কারণে পানিতে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

মেলান্দহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, ওই স্থানে পানিতে পড়ে এক বয়স্ক নারীর মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছেন। এ ধরনে ঘটনা খুবই হৃদয়বিদারক।

প্রতিনিধি/এসএস