রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেলান্দহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

মেলান্দহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মেলান্দহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামে উনশিতা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উনশিতার শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। 

আরও পড়ুন: নদীতে নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর লাশ

তিনি জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে, এ বিষয়ে তদন্ত চলছে।

নিহত উনশিতা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কানিপাড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের মেয়ে।


বিজ্ঞাপন


গত বছর প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেলান্দহের মধ্যেরচর গ্রামের রইচ উদ্দিনের ছেলে রবিনের সঙ্গে তার বিয়ে হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, উনশিতাকে হত্যা করা হয়েছে। তারা জানান, বিয়ের পর থেকেই স্বামী রবিন নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর