জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
খুলনা মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে খুলনা সদর থানা পুলিশ শহরের আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- খাদিজা পারভীন (৩৬), সুলতানা আক্তার (১৯), মাহি আক্তার (১৯), সুমাইয়া খানম (২২), রাবেয়া খাতুন (২১), রানী (৩০), হোসনে আরা (২২), মো. মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান (২৭)। তাদের সবাই খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
![]()
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, আবাসিক হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছে। এসব হোটেলকে কেন্দ্র করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা দ্রুত এসব হোটেলের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস