images

সারাদেশ / শিক্ষা

চার দফা দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

চার দফা দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি গিয়ে শেষ হয়।

এক পর্যায়ে শিক্ষার্থীরা শিববাড়ি এলাকায় ঢাকা জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে এক ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

IMG-20250902-WA0031

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, IEB-এর সদস্যপদ ছাড়া কোনো ব্যক্তি তার নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না। মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে। এ উদ্দেশে সরকারকে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে ন্যায়সংগত ও সর্বজনগ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে। দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষার্থে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি-পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনিদিষ্ট বেতন কাঠামো ও চাকরি-নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। সংকট নিরসনের জন্য ডুয়েট শিক্ষার্থীদের এসব দাবিসহ চার দফা মানতে হবে। অন্যথায় তাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন

গণধর্ষণের হুমকির প্রতিবাদের ইবি ছাত্রদলের বিক্ষোভ

এসময় আন্দোলনকারীরা কাকরাইলে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের গ্রেফতার এবং শাহবাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করার জন্য দাবি জানান। সড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দেন এবং জেলা প্রশাসক বরাবর লেখা স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস

প্রতিনিধি/এসএস